জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে স্বর্ন ব্যবসায়ী দোকান সেজুতি গোল্ড প্লেট হাউজে হামলা, ভাংচুর ও মারধর করার এক অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে নতুন বাজার একেএম কলেজ রোড এলাকায়। এ ঘটনায় ঘটনার সাথে জড়িত অমল দাস (৪০), অনিল দাস (৪২) ও শুভ দাস (২০) কে চিহ্নিত করে পটুয়াখালী সদর থানায় এক লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ দোকানী সেজুতি গোল্ড প্লেট হাউজের স্বত্ত্বাধিকারী সজল কর্মকার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ০৪.০৭.২৪ ইং তারখ বৃহষ্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় পূর্ব বিরোধের জের ধরে অমল দাস (৪০), অনিল দাস (৪২) ও শুভ দাস (২০) সেজুতি গোল্ড প্লেট হাউজে প্রবেশ করে চাঁদার টাকা দাবী করে। এ চাঁদা দিতে অস্বীকার করায় দোকানে থাকা শিপলু কর্মকারকে (সজল কর্মকারের শ্যালক) ও শিপলুর সাথে থাকা খোকনকে মারধর করে এবং ভাংচুর করে। এ সময় আশপাশের দোকানের লোকজন ও পথচারীরা ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আসলে অমলগং হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়ে বীর দর্পে চলে যায়। ভাংচুরে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক সজল কর্মকার।
অভিযোগের তদন্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানার এসআই আল আমিন ও এসআই দ্বীপায়ন ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান এসআই আল আমিন। স্বর্নব্যবসায়ী দোকানে এ সন্ত্রাসী হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় এলাকার স্বর্নব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়।