জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক ( বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীত করনসহ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবীতে সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটির সদস্যবৃন্দ।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩ টায় সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া এর কাছে স্মারকলিপি প্রদান করেন পটুয়াখালী জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আল আমিন মৃধা এবং জেলা পরিদর্শক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারক লিপি গ্রহন করে, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরনের আশ্বাস দেন উপস্থিত আন্দোলনরত স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দদেরকে।
উক্ত দাবীতে আগামী ২৫ ও ২৬ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলেও জানান সংগঠনটির সভাপতি মো. দেলোয়ার হোসেন।