 
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটো চালক মোশারফ খান (৪২) নিহত হয়েছে।
সদর থানার পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মোশারফ খান সারা দিন অটো চালিয়ে মঙ্গলবার রাত দশটার দিকে বাড়ি ফিরে। রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমে ঘুমাতে যান। পাশের রুমে শুয়েছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে দশম শ্রেনীর শিক্ষার্থী মালা ওরফে কলি আক্তার।
ঘটনার সময় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত মাটির ঘরের একটি সুরঙ্গ করে ঘরের ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে তার মেয়ে এবং স্ত্রীর রুমে ঢুকলে মেয়ে মালা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে বাবা মোশারফ খান ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে ধাড়লো ছুরি দিয়ে উপুর্যুপরি পেটে ও শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোশারফ নিহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকেই রিক্সা ও অটো- চালকরাসহ এলাকাবাসী ভিড় জমায় নিহত মোশারফ এর বাড়িতে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন নিহত মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ বেগম এবং মেয়ে মালা। মেয়ে মালা বলেন, “আমার বাবাকে যারা হত্যা করেছে তার যেন ফাঁসি হয়।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, “ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কেউ আটক বা মামলা হয়নি। তবে এটি একটি হত্যাকান্ড বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।
নিহত মোশারফ খান এর একটি ছেলে আছে। সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করে এবং মেয়ে মালা সেহাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীর শিক্ষার্থী বলে স্বজনরা জানান।
 
																			 
																		 জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
																জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ								 
 
             
















