জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: “এসা দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় জেলা ক্রীড়া অফিস এর ব্যবস্থাপনায় পটুয়াখালী সদর উপজেলায় (অনুর্ধ্ব-১৬) বালক এবং বালিকা সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় পটুয়াখালী পৌরসভা লেকে বালক ও বালিকা মুক্ত, বুক, চিৎ এবং সাতাঁর প্রতিযোগিতা শুরু হয়। বিকেল ৩ টায় লেকপাড়ে জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) আকিব রায়হান, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আজিজ মিয়া, মোঃ মোতহার হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইদুল হক আজাদ, মঞ্জু মিয়া, ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ জাহাঙ্গীর হোসেন, গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ হারুন অর রশিদ।
উল্লেখ্য, সদর উপজেলার স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে।