মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ চলমান ঘটনা প্রবাহমানের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি, জামায়েত ইসলামী, ধর্মীয় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট (শুক্রবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দরবার হল পায়রা মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেজর মেহেদী হাসান, বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কলাপাড়া উপজেলা কোটা আন্দোলনের সমন্বয় সাইফ আল রেদওয়ান, কলাপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: সুভাষ চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখা ও আইন- শৃঙ্খলা স্বাভাবিক করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে কোটাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।