• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শ্রী গুরু সঙ্ঘের চক্ষু চিকিৎসা ক্যাম্পে ফ্রি চিকিৎসা পেলেন ৬৪২ জন রোগী

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ২১৪ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শ্রী গুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রজকার্য্যবর শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০ তম তিরোভাব, উৎসব উপলক্ষে পটুয়াখালীতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৬৪২ জন চক্ষু রোগী।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশাল’র চিকিৎসা ব্যবস্থাপনায় পটুয়াখালীতে শ্রী গুরু সঙ্ঘের আয়োজনে উক্ত চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

শ্রী গুরু সঙ্ঘের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত এর সভাপতিত্বে ও শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘের সহ- সভাপতি শংকর বণিক, সাধারণ সম্পাদক জগদীশ কর্মকার, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সিনিয়র সদস্য নিত্যানন্দ কর্মকার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হাছান ছালেহিন, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর স্নিগ্ধা গোলদার, তানিয়া আক্তার, পলি সুলতানা, সুমি, নার্স কল্পনা গাইনসহ গুরু সঙ্ঘের অন্যান্য সদস্যবৃন্দ। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬৪২ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান। উল্লেখিত সংখ্যক চক্ষু সেবাগ্রহনকারীর মধ্যে ১২০ জন ছানি রোগী বাছাই করা হয়েছে। দু’শ জনকে কালো চশমা দেওয়া হয়েছে। এ সময় ৪৯ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়েছে বলেও জানান কাজী মিজানুর রহমান।


আরও খবর পড়ুন: