1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বস্ত্র বিতরণ পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দুমকিতে শ্বশুর-শ্বাশুড়ি কর্তৃক বোনকে হ*ত্যার অভিযোগ বাউফলে ভাইয়ের! পটুয়াখালীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গৌরনদীর গুরুত্বপূর্ণ সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি; যান চলাচলে মারাত্মক ঝুঁকি জাতীয়করনের দাবীতে পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লা*শ উদ্ধার বাউফলে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা, শিশু সন্তান নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার

পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বস্ত্র বিতরণ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ রবিবার (০৩ আগস্ট) বিকালে পুরাতন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গন হইতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচর্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব, শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।  মঙ্গল শোভা যাত্রা শেষে সেখানে উপস্থিত শতাধিক ভক্তদের মাঝে নতুন শাড়ি বস্ত্র বিতরন করেন শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত।

শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালীর উদ্যোগে  সকালে পুরাতন আখড়াবাড়ি মন্দিরে  সাড়ে তিনশত জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।  এছাড়া ৩৮ জন  ছানি পরা রোগীদেরকে বিনামূল্যে অপারেশন  করে লেন্স সংযোজন করার জন্য  বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালে মেডিকেলে প্রেরন করা হয়েছে বলে এ্যাডভোকেট কমল দত্ত জানান।

চক্ষু রোগী চিকিৎসার আগে সকাল ৯ টায় পুরান বাজার আখড়াবাড়ি শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরে পুরোহিত পংকজ সমাদ্দার কর্তৃক পূজা অর্চনার মধ্যদিয়ে শ্রীগুরু সংঘের পতাকা উত্তোলন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীগুরু সঙ্ঘের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত,  সহ-সভাপতি শংকর বণিক, ট্রেজারার এ্যাড. অরবিন্দু নাগ, সদস্য গবিন্দ, সজল কর্মকার, দীপক কর্মকার, অপু বণিক,প্রলয় বাদল, মিন্টু ঘোষ, শুভ বণিক, সবুজ দাস, বাবুল সাহা, মুক্তা কর্মকার, অসীম দাস।

ফ্রি চক্ষু রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ বেনজির বুশরা, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর খাদিজা আক্তার, তানিয়া আক্তার পান্না, বৃষ্টি মন্ডল।

বিকালে  সাড়ে ৪ টায় পুরাতন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গন হইতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচর্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১ তম তিরোভাব, শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। মঙ্গল শোভা যাত্রায়  ঢোল বাদ্য সহকারে  শ্রীগুরু সঙ্ঘের শত শত ভক্ত নারী-পুরুষ অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট