• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে শহীদ মাহামুদুর রহমান পলাশের মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মিলাদ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৬৩ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা এ‌্যাড‌ভো‌কেট সুলতান আহ‌মেদ মৃধার সু‌যোগ‌্য সন্তান, জেলা যুবলীগের সা‌বেক নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশ মৃধা এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১১ জুলাই) বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মো. হারুন অর রশিদের সঞ্চালনায় যুবলীগের সা‌বেক নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশ মৃধার ছাত্র ও যুব রাজনীতিতে সম্পৃক্ততা ও ভূমিকার স্মৃতিচারন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, শহীদ মাহামুদুর রহমান পলাশের পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, কাজী রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবীর, শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. অসীম মৃধাসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।

এর আগে সকাল ১০ টায় টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকা সংলগ্ন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২নং বাঁধঘাটস্থ বায়তুল করিম জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহাবুবুর রহমান। এছাড়া বাদ আছর পুরান বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ১১ জুলাই মাহামুদুর রহমান পলাশ মৃত্যু বরন করেন।


আরও খবর পড়ুন: