• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে শহীদী মার্চ পালনে শত শত শিক্ষার্থী

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৬৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুল্থানের এক মাস পূর্তি উদযাপন উপলক্ষে শহীদদের স্মরনে পটুয়াখালীতে শহীদী মার্চ পালন করেছে শত শত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদী মার্চ শুরু হয়। এ শহীদী মার্চ শুরুর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকা, শহীদদের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে সমবেত হয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী মো. তোফাজ্জেল হোসেন, মো. সজিবুল ইসলাম সালমান, মোঃ সজিব খান, মোসাঃ তানজিলা আক্তার সিমু, মোঃ ফাহাদ, রিফায়েত, সাইমুম ইসলাম, রাকিব হোসেন, জিন্নাত জাহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে বিচার করতে হবে। হাসিনাসহ সকল অপরাধীদের দ্রুত বিচার করা না হলে ছাত্ররা আবার মাঠে আন্দোলন গড়ে তুলবে। যারা সংস্কার কাজে বাঁধা দিবে তাদেরকে রাজপথে থেকে প্রতিহত করা হবে।

সমাবেশ শেষে সেখান থেকে ‘শহীদী মার্চ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ তরুয়া চত্বরে এসে শহীদী মার্চ শেষ হয়।

শহীদী মার্চ এ অংশগ্রহনকারীরা ‘আবু সাঈদ-মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ, ‘শহীদদের স্মরণে-ভয় করি না মরণে, শহীদদের রক্ত-বৃথা যেতে দেবো না, আমার ভাই কবরে- খুনি কেন ভারতে, সরকার কী করে – হাসিনা ভারতে, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে।


আরও খবর পড়ুন: