• শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে বর্তমান ও সাবেক ছাত্রদলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; সাবেক ছাত্রদল চ্যাম্পিয়ন মৃ*ত্যুদ*ন্ডপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রে*ফতার গৌরনদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার বাউফলে পান-সুপারির দোকানদার মুছা যখন ই*য়া*বা কারবারি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পটুয়াখালীতে বিএনপির বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ  পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালীতে শ্রমিক দলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণ পটুয়াখালীতে যুব অধিকার পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নুরুল হক নুর’র জন্য দোয়া মিলাদ

পটুয়াখালীতে লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ / ১০৮ বার পড়া হয়েছে
Update : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

এম জাফরান হারুন, পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদার (২৫) এর মরদেহ। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউল (২৮) নামে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত তুহিন স্থানীয় কালাম হাওলাদারের ছেলে। গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছেন তার পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। তার স্ত্রী, পাঁচ বছরের কন্যা ও মাত্র দুই মাস বয়সী নবজাতক সন্তান রয়েছে।

অন্যদিকে রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযানের বিষয়ে জানতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর