1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে রেকর্ডিও খালে বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছের ঘের!

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডিও খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ আটকে চলছে প্রভাবশালীদের মাছের চাষ। এতে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচ সংকট সৃষ্টির কারনে খালের দুই পাশের শত শত একর জমির ফসলহানিতে দিশেহারা এলাকার কৃষকরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরবয়ড়া গ্রামের সরকারি রেকর্ডিও ডাঙ্গার খালে চার চারটি বাঁধ দিয়ে ক্ষমতাসীন আওয়ামী যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ জামান ঘের বানিয়ে মাছ চাষ করছেন। তার দেখাদেখি এলাকার প্রভাবশালী ব্যবসায়ী সাঈদ মৃধার অর্থায়নে খালের অগ্রভাগে বাঁধ দিয়ে দ্বিতীয় ঘের তৈরী করে মাছ চাষের ব্যবসা করছেন। এ ডাঙ্গার খালে পর পর একাধিক বাঁধ দিয়ে অবৈধ মাছের ঘেরের ব্যবসায় বিপাকে পরেছেন এলাকার সাধারণ কৃষকেরা। ফসলী জমির পানি ওঠা-নামা বাঁধাগ্রস্তের পাশাপাশি কৃত্রিম জলাবদ্ধতা ও শুষ্কমৌসুমে পানি (সেচ) সংকটের সৃষ্টি হচ্ছে। ওয়াপদা ভেরিবাঁধের স্লুইস গেট খোলা থাকলেও ডাঙ্গার খালে প্রভাবশালীরা পর পর ৩/৪টি বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে প্রতিবছর কয়েকশ’ একর আবাদি জমির আউশ-আমন ও রবি ফসলের ক্ষতি হচ্ছে। শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়ড়া গ্রামের কৃষক মোঃ হানিফ গাজী (৫৭) অভিযোগ করেন, ডাঙ্গার খালে ৩/৪টি বাঁধ দিয়ে আটকে রাখায় বর্ষা মৌসুমে ক্ষেতের পানি আটকে থাকে। বৃষ্টির পানিতে তলিয়ে রোপা আমনের ফসলহানী ঘটে। আবার শুষ্কমৌসুমে পানি শূন্যতায় রবি ফসলের ক্ষতিতে দিশেহারা হয়ে পরেছেন। এসমস্যা নিরসনে জরুরী ভিত্তিতে বাঁধ কেটে খাল খুলে দেয়ার দাবি করেছেন কৃষকরা। একই অভিযোগ ওই গ্রামের বাসীন্দা কৃষক আমির হোসেন, ইউসুফ শরীফ, মালেক মৃধা, ফিরোজ হাওলাদার, জাফর হাওলারসহ অনেকের। স্থানীয় ইউপি সদস্য মোঃ বাকের আলী (বাবুল) হাওলাদার বলেন, সরকারি রেকর্ডীয় খাল আটকে মাছের ঘের করায় ওই এলাকায় আউশ, আমন ও রবি ফসলের আবাদ বিঘ্নিত হচ্ছে। এসমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ কাটার জন্য ১৫ দিন সময় দেয়ার পর অন্ততঃ ৬ মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে অবৈধ বাঁধ কাটা হয়নি।

সরকারি রেকর্ডিও খালে অবৈধ মাছের প্রশ্নে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ জামান বলেন, সরকারি খাস খালে ঘের করা হয়নি। রেকর্ডিও জমির পানি নামতে নামতে নালা খাল হয়েছে। মালিকানা সম্পত্তিতে ঘের করা হয়েছে। তবে ঘের কোন সমস্যা হচ্ছে না, সরকারি খাল ভরাট হওয়ায় পানি অপসারণ হচ্ছে না বলে মনে করছেন তিনি। অপর ঘের মালিক সাঈদ মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার জন্য কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, খালে বাঁধ দিয়ে আটকে রাখায় কৃত্রিম জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চরম সেচ সংকট সৃষ্টি হয়ে ফসলি জমির আবাদ বাঁধাগ্রস্ত হচ্ছে। আর একারনে কৃষকরা প্রতিবছর কাঙ্খিত ফলন পাচ্ছে না। তাই যতদ্রুত সম্ভব খালের বাঁধ অপসারণ করে জোয়ার ভাটার পানির প্রবাহ স্বাভাবিক করা দরকার।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট