1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী সরোয়ারের দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে রাস্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গাজী মো. দেলোয়ার হোসেনের ছোট ভাই আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম সরোয়ার (যুদ্ধাহত) এর দাফন সম্পন্ন।

আজ শুক্রবার বেলা ১১ টায় পটুয়াখালী নির্মানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শত শত মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা গাজী সরোয়ারের জানাজা নামায পূর্ব জনৈক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর থানা পুলিশের একটি চৌকসদল তাকে রাস্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হয়। জানাজা নামায পরিচালনা করেন আরামাবাগ বায়তুন রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা মো. হামিদ উল্লাহ।

এ সময় মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেন, ছোট ভাই গাজী হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুলতান আহমেদ মৃধা, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম, মরহুমের জামাতা আমেরিকা প্রবাসী আসাদুজ্জামান মাহাবুব, মো. সালেহ বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যন অ্যাড. হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মো. শফিকুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম সরোয়ার ১৫ জানুয়ারী বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যা (চিকিৎসক) সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছে।

বাদ জুমা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট