• রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাউফলে চেয়ারম্যান পরিবহন পুকুরে পরে আ*হ*ত-১০ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত বাউফলে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন উত্তর শ্রীরামপুর মাঃ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জিএম সাইদুর রহমান (শাহজাদা) পবিপ্রবি ক্যাম্পাসে র‍্যাগ ডে অনুষ্ঠিত, বিদায়ের আবেগ আর স্মৃতির রঙিন ছোঁয়ায় উদ্ভাসিত শিক্ষার্থীরা পটুয়াখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার একটি মামলা থেকে অব্যাহতি পেলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আলতাফ চৌধুরী পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটুর স্ত্রী বিথী সরকার আর নেই স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ওরেয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন

পটুয়াখালীতে রাইট টু গ্রো প্রকল্পের মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১২১ বার পড়া হয়েছে
Update : রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় পৌছাতে সক্ষম করে তোলার লক্ষ্যে রাইট টু গ্রো প্রকল্প এলাকার প্রেক্ষাপট দিয়ে শক্তিশালী প্রমান বৃদ্ধির জন্য পটুয়াখালীতে মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় শুরু হয়ে দিনব্যাপী সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) প্রশিক্ষণ কেন্দ্রে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএ এর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ।

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসডিএ’র প্রকল্প কো-অর্ডিনেটর শামীমা সুলতানা কর্তৃক সঞ্চালনায় মিডিয়া অ্যাডভোকেসি কর্মশালায় রাইট টু গ্রো প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং অগ্রগতি বিষয়ে আলোচনা করেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রকল্প ম্যানেজার ফয়সাল আহম্মেদ।

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরনী, প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন ও ভালো অনুশীলনসমূহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার শামীমা সুলতানা। প্রকল্পের কর্ম এলাকা ১৪টি ইউনিয়নের ভালো শিখনসমূহ (হেলদি ভিলেজ কার্যক্রম) ও কেস স্টোরি প্রদর্শন করেন সাংবাদিক চিন্ময় কর্মকার।

কর্মশালায় আলোচনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক ট্রাজারার শংকর লাল দাস, রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ, পায়রা সুশীল সমাজ কমিটির সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা বেগম, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, ইটবাড়িয়া ইউপি সদস্য খালেদ আক্তার, ম্যাক্স ফাউন্ডেশনের মোঃ মতিউর রহমান, জাগো নারী এর নির্বাহী পরিচালক কোহিনুর রেজভী, পায়রা সুশীল সমাজ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, এইচপিএ সমবায় সমিতির সভাপতি হাসনা হেনা, শংকর শীল প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সিএসও, পায়রা সুশীল সমাজ, জাগো নারীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার ১২টি ও গলাচিপা উপজেলার ২টি ইউনিয়নের রাইট টু গ্রো প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় পৌছাতে সক্ষম করে তোলার লক্ষ্যে শিশুদেরসহ মা ও কিশোরীদের সচেতন করতে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগীতায় এসডিএ ও এসডিএ এর সহায়তায় গঠিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ বলে এসডিএ এর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর