জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: যুব অধিকার পরিষদ’র ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম (রুম্মান) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার, যুগ্ম আহবায়ক এম. সোহেল রানা যুগ্ন-আহব্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা, জেলা গনঅধিকার পরিষদের ১ নং সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ পাশা, বাউফল উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা ও জেলা ছাত্র অধিকার পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন।
আলোচনা শেষে গণঅধিকার পরিষদের সভাপতি জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর শারীরিক সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম রুম্মান।