জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক পটুয়াখালী পত্রিকার সম্পাদক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধার সুযোগ্য সন্তান, সাবেক ছাত্রনেতা, জেলা যুবলীগের সাবেক নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশ মৃধা এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১১ জুলাই রোজ বৃহষ্পতিবার সকাল ১০ টায় টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকা সংলগ্ন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২ নং বাঁধঘাটস্থ বায়তুল করিম জামে মসজিদের ইমাম হাফেজ মো. মাহাবুবুর রহমান।
পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মাহামুদুর রহমানের পিতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা, মামা সাবেক মেয়র জেলা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. শফিকুল ইসলাম, মামা হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম মৃধা, মামা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন মৃধা, সহধর্মীনি প্রভাষক রোকসানা পারভীন রিপা, জেলা যুবলীগ নেতা মো. অসীম মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান কুমার শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
উল্লেখ্য, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ১১ জুলাই মাহামুদুর রহমান পলাশ মৃত্যুবরন করেন।