জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা -২০২৫ উদ্বোধন।
আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা’র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. তারেক হাওলাদার।
দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কবির হোসেন, চেম্বারের পরিচালক শেখ মতিউর রহমানসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ।
মেলার উদ্বোধনী দিনে বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ইথুন বাবু। তার সাথে ছিলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী পলাশ, মৌসুমী, পরান আহসান ও মুক্তাসহ স্থানীয় নৃত্য শিল্পীবৃন্দ। মেলার উদ্বোধনী দিনে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ছিল। মেলায় স্থানীয়সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ৯০টি স্টলে দেশীয় পণ্য বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন। এ ছাড়াও রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডার।