• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন পৌর বিএনপি নেতা কামাল হোসেন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ২০৩ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিন ধরে খানাখন্দে ও জলাবদ্ধতার কারনে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষ। মানুষের এ দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে নিজ অর্থায়নে ওই সড়ক সংস্কার করেছেন পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে ইটের খোয়া দিয়ে এই সড়ক সংস্কার করা হয়েছে। তবে বিভিন্ন যানবাহন চালকরা সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জনান, বাস স্টান্ড এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বা সংস্কারে প্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেনি। বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে নিজ অর্থায়নে ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ করেছেন বিএনপি নেতা মোঃ কামাল হোসেন।

বাস চালক মো. বশির উদ্দিন বলেন, অনেকদিন পর্যন্ত এই সড়কের বেহাল অবস্থা ছিলো। এখানে প্রতিদিন কমবেশি দূর্ঘটনা ঘটতো। সংস্কারের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের কাছে গেলেও তারা কোন উদ্যোগ নেননি। আজ পৌর বিএনপির নেতা তার লোকজন নিয়ে সড়ক সংস্কার করেছে। আমরা চাই স্থায়ী সংস্কার।

পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারছেনা। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটছে। এতে আমি ইট দিয়ে সংস্কার করে দিয়েছি। তবে স্থায়ী সংস্কারের জন্য সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি জানান তিনি। সাধারণ মানুষের এই ভোগান্তি শোভনীয় নয়।

এবিষয়ে জানতে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার লিমনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।


আরও খবর পড়ুন: