1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বস্ত্র বিতরণ পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দুমকিতে শ্বশুর-শ্বাশুড়ি কর্তৃক বোনকে হ*ত্যার অভিযোগ বাউফলে ভাইয়ের! পটুয়াখালীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গৌরনদীর গুরুত্বপূর্ণ সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি; যান চলাচলে মারাত্মক ঝুঁকি জাতীয়করনের দাবীতে পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লা*শ উদ্ধার বাউফলে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা, শিশু সন্তান নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার

পটুয়াখালীতে মাকে হ*ত্যার অভিযোগে ছেলে খোকনকে গ্রে*প্তার করেছে পুলিশ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে মাকে হত্যার অভিযোগে ছেলে মোঃ খোকন হাওলাদার ওরফে ইউসুফ (৩৭)কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গত ১০ মার্চ রাতে দক্ষিণ বিঘাই গ্রামের নিজ বাড়িতে রিজিয়া বেগম (৫৫) খুন হন। ইফতারের পর তারাবির নামাজের প্রস্তুতিকালে (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে) যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়।

পরদিন ১১ মার্চ নিহতের ভাই মোঃ শহিদুল ইসলাম (৫৫) পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫/১২৬)। এ নৃশংস হত্যার ঘটনায় জেলা পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনপূর্বক উক্ত চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পটুয়াখালী জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। উর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে তথ্যাপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ২৬ এপ্রিল রাতে খোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের তক্তা ও লোহার দা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে খোকন জানান, মায়ের বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পর্কের অভিযোগ, আপন বোনকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এবং বাবার ওপর শারীরিক-মানসিক নির্যাতনের কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যার পরিকল্পনা করেন। ৯ মার্চ গাজীপুর থেকে পটুয়াখালী আসার পর ১০ মার্চ ইফতারের পর বাসায় ঢুকে মাকে প্রথমে কাঠের ভারী তক্তা দিয়ে মাথায় আঘাত করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে দা দিয়ে আঘাত করেন। ঘটনার পর তিনি পালিয়ে গাজীপুর চলে যান।

আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীতে খোকন মাকে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকান্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট