জালাল আহমেদ পটুয়াখালীঃ দেশব্যাপী বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, যানবাহন পোড়ানো, ইস্যুবিহীন অবরোধ- হরতাল, সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করা ও আওয়ামী লীগের নারী নেত্রীদেরকে শারীরিক নির্যাতনসহ জ্বালাও- পোড়াও ও নৃশংস বর্বরতার বিরুদ্ধে নারী সমাবেশ ও মানববন্ধ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এর সভাপতিত্বে নারী সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, যুগ্ম সাধারন সম্পাদক নাসিমা শিকদার, পৌর শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি।
সভায় বক্তারা বিএনপি- জামায়াতের কঠোর সমালোচনা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধামনমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট চাওয়ার জন্য উপস্থিত নারী নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।