• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে মহাসড়কে অবস্থান করে নার্সিং শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৫৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ স্নাতক মর্যাদার দাবিতে চলমান আন্দোলন এবং ঢাকায় আন্দোলনরত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী শহরের চৌরাস্তায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন শত শত নাসিং শিক্ষার্থী। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও রোগীবাহী গাড়ির যাত্রীরা।

সড়কে অবস্থানকালে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘদিন আন্দোলন করে আসছি। ঢাকায় আন্দোলনরত আমাদের সহপাঠীদের ওপর পুলিশের হামলা হয়েছে, তাদের রক্ত ঝরেছে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে স্নাতক মর্যাদা দিতে হবে।”এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সড়কে নার্সিং শিক্ষার্থীদের অবস্থানের কারনে দীর্ঘ যানজটের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি শুনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন এবং সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার বলেন, “তাদের দাবিগুলো নিয়ে আমরা আন্তরিকভাবে আলোচনা করব এবং সড়ক যাতে দ্রুত স্বাভাবিক হয় সে ব্যবস্থা নিচ্ছি।”

অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারেন।


আরও খবর পড়ুন: