1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
“বগা সেতু” বাস্তবায়ন দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন পটুয়াখালীতে পুকুরে ডু*বে একই বাড়ির দুই শিশুর মৃ*ত্যু পটুয়াখালীতে ৯৪ পিস ই*য়া*বা মামলার রায়ে আসামী চানমিয়াকে ৫ বছর সশ্রম কা*রাদ*ন্ড পটুয়াখালীতে মহাসড়কে অবস্থান করে নার্সিং শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাউফলে পানিতাল কাটতে গিয়ে গাছ থেকে পরে যুবকের মৃ*ত্যু বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগ, কিশোর গ্যাং ও আওয়ামী পরিবারের সন্তানদের পদপদবী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ডিগ্রি সমমানের দাবিতে নার্সিং দিবস বয়কট, শাটডাউনের হুশিয়ারী পটুয়াখালীর বাজারে ইলিশ মাছের দেখা নাই, চাষ মাছের দাম ঊর্ধ্বমুখী পটুয়াখালীতে ৪ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীতে মহাসড়কে অবস্থান করে নার্সিং শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ স্নাতক মর্যাদার দাবিতে চলমান আন্দোলন এবং ঢাকায় আন্দোলনরত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী শহরের চৌরাস্তায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন শত শত নাসিং শিক্ষার্থী। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও রোগীবাহী গাড়ির যাত্রীরা।

সড়কে অবস্থানকালে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘদিন আন্দোলন করে আসছি। ঢাকায় আন্দোলনরত আমাদের সহপাঠীদের ওপর পুলিশের হামলা হয়েছে, তাদের রক্ত ঝরেছে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে স্নাতক মর্যাদা দিতে হবে।”এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সড়কে নার্সিং শিক্ষার্থীদের অবস্থানের কারনে দীর্ঘ যানজটের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবি শুনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন এবং সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার বলেন, “তাদের দাবিগুলো নিয়ে আমরা আন্তরিকভাবে আলোচনা করব এবং সড়ক যাতে দ্রুত স্বাভাবিক হয় সে ব্যবস্থা নিচ্ছি।”

অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট