ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ পটুয়াখালীতে জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাতটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় অনুষ্ঠিত কর্মশালায় জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনে নৌকার প্রার্থী এ্যাড. আফজাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, কোষাধ্যক্ষ ছবির গাজী সহ জেলা আওয়ামী লী, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিকলীগ সহ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।