জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অমুমোদন ও জানুয়ারী-২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রকল্পের শিক্ষক- কেয়ারটেকার ও কর্মকর্তা - কর্মচারীবৃন্দ।
শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন ও প্রকল্প অনুমোদনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ২ সহস্রাধিক শিক্ষক- কেয়ারটেকার ও কর্মকর্তা - কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ এনামুল হক, হাফেজ আব্বাস আলী সহ অন্যান্যরা।
বক্তারা তাদের পাঁচ দফা দাবী- ১. জানুয়ারি-২০২৫ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা'র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে, ২.প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে, ৩. ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে, ৪.কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভূক্ত করতে হবে, ৫. শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।
মানববন্ধন শেষে তাদের ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবরে পৌছানোর জন্য জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।