• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহাস্রাধিক শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ২৫৮ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরন ও আউটসোর্সিং বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- কেয়ারটেকার ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে সহাস্রাধিক কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা ও কেয়ারটেকারগণ।

আজ রোববার (২৩ মার্চ) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা মডেল মসজিদে সমবেত হয়ে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আউটসোসিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে ও ঈদের আগে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতনভাতাদি পরিশোধ করতে হবে এ শ্লোগান সম্বলিত ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সহাস্রাধিক কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা ও কেয়ারটেকারগণ।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল হালিম এবং ফিল্ড সুপারভাইজার মো. শফিউল্লাহ দ্বয়ের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- কেয়ারটেকার ঐক্য পরিষদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে এবং ঈদের আগে দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মো. নাজমুল আহসান, জাতীয় ইমাম সমিতির মাওলানা মো. ফারুক আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। আরও বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম, শিক্ষক মো. বশিরুল ইসলাম, কেয়ারটেকার মাওলা ওমর ফারুক, মাওলানা মো. কায়সার প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়) প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৮০ হাজার মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্র ও ২০৫০ টি রিসোর্স সেন্টারের মাধ্যমে ধর্ম ও নৈতিকতা শিক্ষার একটি জনগুরুত্বপুর্ন প্রকল্প হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তরিকতার সাথে কাজ করে আসছে। ৩২ বছর ধরে এ প্রকল্পে নিয়োজিত জনবল জঙ্গীবাদ, সন্ত্রাস প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, যৌন নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালানরোধসহ জনসাধারনের ইতিবাচক মনোভাব তৈরীতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম) পর্যায় প্রকল্পটি অনুমোদন, আউটসোসিং বাতিল, জনবলকে রাজস্বভূক্ত, শিক্ষকদের বেতন বৃদ্ধি, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভূক্ত করার এবং ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়া বেতনভাতা পরিশোধ করার জন্য অন্তর্বতী সরকারের কাছে জোর দাবী করেন বক্তারা। পরে শিক্ষক নেতৃবৃন্দ উক্তদাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।


আরও খবর পড়ুন: