জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার সদস্য ভূমি উপ- সহকারি কর্মকর্তা মরহুম জিএম মাহাবুব আলম (বাপ্পি) এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২ মে) বাদ আছর পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস (এ্যাকোয়ারস্টেট) প্রাঙ্গনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পটুয়াখালীর সভাপতি মো. শাহজাহান সিকদার এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমুন খানম আঁখির সঞ্চালনায় দোয়া ও স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা সেটেলমেন্ট অফিসার মোক্তাদির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ভূমি উপ- সহকারি মরহুম জিএম মাহাবুব আলম (বাপ্পি) এর কর্মজীবনের সততা, নিষ্ঠার স্মৃতিচারন ও তার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী ইউনিয়নের ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন, কলাপাড়া ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা এইচ এম মোজাহেরুল ইসলাম ও মরহুমের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. নাজিম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট মো. রেজাউল হাসান সৌরভ, দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাকোয়ার স্টেট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন এ্যাকোয়ার স্টেট জামে মসজিদের খতিব মাওঃ মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।