• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

গোপাল হালদার, পটুয়াখালীঃ / ৪৪৪ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

গোপাল হালদার, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি বাজারে মোঃ রহমত মিয়া নামে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রহমত মিয়া। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ ঘটনার বিচার চেয়ে পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রহমত মিয়া জানান, তার বাবার জমিতে তিনি এবং তার ছোট ভাই বাড়ি নির্মাণ করছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়াদ হোসেন, আলতাফ মৃধা, রুবেল গাজী ও সাদেক মৃধাসহ ১৫-২০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আসবাপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে ভেকু মেশিন দিয়ে রহমত মিয়া ও তার ছোট ভাইয়ের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হামলার সময় ঘরের ভেতরে থাকা লোকজন আতঙ্কে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ওই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তবে তার পরও এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে চলে যায়। তাদের হামলার সময় পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়রা কেউই বাধা দিতে সাহস করেনি, কারণ হামলাকারীদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা সশস্ত্র ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম জানান, হামলার অভিযোগ পেয়েছেন এবং ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর পড়ুন: