জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বরিশাল বোর্ড কর্তৃক একাদশ শ্রেনীতে নির্ধারিত আসনে শিক্ষার্থী ভর্তি বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলার সকল মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
রোববার (২৭ জুলাই) বিকাল ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দীন বাহার, সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহম্মেদ, সহকারী অধ্যাপক মোঃ গোলাম রহমান, হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আলম বাবুল ও হাজী মোক্তার আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আহসান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলিন আসমত আলী খান কলেজের অধ্যক্ষ মোঃ নুরেজ্জামান খান, হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের অধ্যক্ষ বিধান কুমার শীল, ইসাহাক মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এসএম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফেরদৌসী মিলি, মৌকরন বিএলপি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেহেরুননেছা, পক্ষিয়া সায়্যিদ আহমেদ কলেজের অধ্যক্ষ মোঃ সায়্যিদ আহম্মেদ, ধরান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমীন ও একেএম কলেজের সহকারী অধ্যাপক লায়লা ইয়াসমিন তালুকদারসহ তিন শতাধিক শিক্ষকবৃন্দ।
বক্তারা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি কোটার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী কোন কলেজে ভর্তি না করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। বক্তারা পটুয়াখালীতে সরকারী দুই কলেজে বোর্ডের নির্ধারিত ভর্তি কোটার আসনের বিপরীতে তিনগুন বেশী শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ করেন। এতে জেলার বেসরকারী কলেজ সমূহ শিক্ষার্থী সংকটের শিকার হন।
এর আগে সকালে জেলার সকল বেসরকারী কলেজের অধ্যক্ষগণ বরিশাল এ করিম কলেজে উক্ত দাবীতে সংবাদ সম্মেলন করেন এবং বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান এর কাছে স্মারকলিপি ও সুপারিশমালা পেশ করেছেন।