ষ্টাফ রিপোর্টারঃ ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর ) জেলা প্রশাসন ও মানবাধিকার কমিশনের আয়োজনে সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয় গিয়ে সমাপ্ত হয়। এরপর জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব সরকার, র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, ও দুলাল কৃষ্ণ নন্দী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মালেক ও সাধারন সম্পাদক আবদুল্লাহ ইউসুফ।
এছাড়াও জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।