পটিুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। পরে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) ভবনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে টিটিসি এর হল রুমে টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. মাঈনুল এর সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্য “প্রবাসী কর্মীর উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংকের বয়বস্থাপক মো. শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি নেফসজ উদ্দিন, ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মো. সাইদুর রহমান। আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী জালাল আহমেদ, সৌদী প্রবাসী আবুল হোসেন ও ব্রুনাই প্রবাসী আলমাস হাওলাদার প্রমুখ।