জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সভা কক্ষে জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে জলাতঙ্ক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) শুভেন্দু সরকার।
দিবসের প্রতিপাদ্য “জলাতঙ্কের অবসান সকলে মিলে সমাধান” এ বিষয়ে আলোচনা করেন পটুয়াখালী সিভিল সার্জন’ র প্রতিনিধি বক্ষব্যাধি ও টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান জিয়া, এসিডিআই ভোকা’র সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জল কুমার রায়, কোম্পানী প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাঈদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি চ্যালেঞ্জ। জলাতঙ্ক রোগ সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক মুক্ত করাই আমাদের চ্যালেঞ্জ।
এ আলোচনার আগে একটি র্যালী বের করে অফিস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।