জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান ১ মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে “শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাফর উল্লাহ। আরও বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার মনিরুল আলম স্বপন, নৌযান মালামাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।