জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালীতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপিত হয়েছে।
শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপনের শেষ দিন ৩১ অক্টোবর রাতে পটুয়াখালীর নতুন বাজার শ্রী কালিমাতা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিশুদের, নৃত্য, সংগীত, আরতী ও শঙ্খ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ ও বিসর্জন অনুষ্ঠিত হয়।
শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল কুমার দাস এর সভাপতিত্বে ও এ্যাডভোকেট শুভ্রত শীলের সঞ্চালনায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. কাজল বরন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, কোষাধ্যক্ষ রণিক পাল ও মন্দির কমিটির সভাপতি সমির কর্মকারসহ অন্যরা।
রাত ১২ টার দিকে জগদ্ধাত্রী প্রতীমা বিসর্জন শেষে প্রাসাদ বিতরণ করা হয়েছে বলে মন্দিরের পুরোহিত নিটুল গাঙ্গুলী জানান।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 







