জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীতে আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উৎসব- ১৪৩২ পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় সেন্টার পাড়া হিন্দু সমাজ গৃহে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি শিবু লাল দাস এর সভাপতিত্বে ও পন্ডিত শ্রী সুজয় চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি ও চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, ইস্কন পটুয়াখালীর পুরোহিত আহ্লাদ গবিন্দ ব্রক্ষ্মচারি, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডঃ কমল দত্ত, সেন্টার পাড়া হিন্দু সমাজ গৃহ পটুয়াখালীর সভাপতি শ্রী শুভাশীষ মুখার্জী, পিটিআই সুপার শ্রী জহর লাল বসাক, ইঞ্জিঃ অলক সমাদ্দার, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস।
আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হিন্দু সমাজ গৃহে শেষ হয়। এতে সনাতন ধর্মালম্বীর শত শত নারী-পুরুষ ঢোল- বাধ্যযন্ত্রসহ অংশগ্রহ করেন।