1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে বিদ্যালয়ের নতুন ভবন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাউফলে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন সহ অর্থ বিতরণ করলেন ইউএনও সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদারবুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চারা বিতরণ ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ পটুয়াখালীতে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে ১২’শ কুরআন শরীফ বিতরণ  পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ  পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

পটুয়াখালীতে বিদ্যালয়ের নতুন ভবন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নতুন ভবন নির্মান কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় হরিদেবপুরবাসীর আয়েজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, অবিভাবক আব্দুস সালাম, এলাকাবাসী আরিফ বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয় সরকার। ২০২৩ সালে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ভবনের নির্মান কাজ শুরু করেন মোঃ গিয়াস উদ্দিন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। যা চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। কাজের শুরুতেই ভবন নির্মানে  নিম্নমানের সামগ্রী ব্যাবহার করায় কাজে বাঁধা প্রদান করেন এলাকাবাসী। তাদের বাঁধা উপেক্ষা করে তৎকালীন সরকারের ক্ষমতার প্রভাব বিস্তার করে ভবনে দুটি ছাঁদ দেয়া হয়। বৃষ্টি হলেই সে ছাঁদ দিয়ে পানি চুইয়ে পড়ে। হাতের টানে দেয়াল থেকে ছুটে আসে ইট। কাজ শেষে এই ভবন যদি হস্তান্তর করা হয় তাহলে শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হবে এবং  ট্রাজেডির মতো এক দুর্ঘটনার আশংঙ্কা রয়েছে।  তাই নির্মানাধীণ এ ভবন অপসারন করে নতুন ভবন নির্মানের দাবি করেন শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।

এদিকে এলজিইডি গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের দাবি সিডিউল অনুযায়ী ভবনের নির্মান কাজ করা হচ্ছে। কোন ধরনের দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি, প্রয়োজনে পরীক্ষা করা হবে। ঠিকাদারও বলেন সিডিউল অনুযায়ী ভবনের কাজ করা হয়েছে, কোন অনিয়ম হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট