• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাউফলে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন উত্তর শ্রীরামপুর মাঃ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জিএম সাইদুর রহমান (শাহজাদা) পবিপ্রবি ক্যাম্পাসে র‍্যাগ ডে অনুষ্ঠিত, বিদায়ের আবেগ আর স্মৃতির রঙিন ছোঁয়ায় উদ্ভাসিত শিক্ষার্থীরা পটুয়াখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার একটি মামলা থেকে অব্যাহতি পেলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আলতাফ চৌধুরী পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটুর স্ত্রী বিথী সরকার আর নেই স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ওরেয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০টি প্রাথমিক স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ

পটুয়াখালীতে “বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেছমিন, পটুয়াখালীঃ / ১৩১ বার পড়া হয়েছে
Update : শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

জেছমিন, পটুয়াখালীঃ তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে পটুয়াখালীতে জুলাই বিল্পবের চেতনায় “বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পটুয়াখালী ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ভূপেন চন্দ্র মন্ডল, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রিপন কুমার দাস, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ও সদস্য আফিয়া রহমান প্রমুখ।

এসময় বক্তারা জুলাই বিপ্লবের চেতনায় আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের সক্ষমতা ও দক্ষতার উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐতিহাসিক চেতনার আলোকে, যা আমাদের দিকনির্দেশনা দেয় অন্যায়, শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের। জুলাই বিপ্লবের চেতনা শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি একটি আদর্শ যা তারুণ্যের শক্তিকে জাগ্রত করে পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়। সেই বিপ্লবের কেন্দ্রে ছিল তরুণদের অসীম সাহস, উদ্যম ও ত্যাগ।

আজকের প্রজন্মের তারুণ্যের কাঁধে সেই বিপ্লবের চেতনাকে ধারণ করার দায়িত্ব। আমাদের সামনে দাঁড়িয়ে আছে নতুন চ্যালেঞ্জ—দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি। এই সকল চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। তারুণ্যের উচ্ছ্বাসের মাধ্যমে একটি সমৃদ্ধ, ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। জুলাই বিপ্লব আমাদের দেখিয়েছে যে সঠিক আদর্শ এবং সাহস থাকলে পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব। আসুন, আমরা সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর