1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিদ্যালয়ের নতুন ভবন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাউফলে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন সহ অর্থ বিতরণ করলেন ইউএনও সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদারবুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চারা বিতরণ ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি

পটুয়াখালীতে বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত 

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহাদাৎ হোসেন মৃধার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য পর্যন্ত  বিএনপির প্রায়াত নেতৃবৃন্দদের  স্মরনসভা ও তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওঃ জিহাদুর রহমান।

বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবর রহমান টোটন। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, মোফাজ্জেল আলী খান দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন মৃধা, আলমগীর বাচ্চু, মনিরুল ইসলাম লিটন, খন্দকার নাসির উদ্দীন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, মরহুম শাহাদৎ মৃধার সহোদর বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা, সাবেক এমপি মরহুম মোঃ শাহজাহান খান এর সহধর্মিণী মিসেস আনোয়ারা বেগম, মরহুম এ্যাড. মোয়াজ্জেম হোসেন সুলতান স্যারের ছেলে মোঃ জাকির হোসেন, মরহুমা আমেনা বেগমের কন্যা চৌধুরী আবিদা সুলতানা অন্তু, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি মোঃ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

যাদের জন্য স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সেসকল প্রয়াত নেতৃবৃন্দরা হলেন সাবেক মন্ত্রী অধ্যাপক এমএ বাতেন, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন (ডিডিসি), মরহুম এ্যাড. মতিউর রহমান খান, এ্যাড. মোঃ মোয়াজ্জেম হোসেন (সুলতান স্যার), এ্যাড. আশ্রাফ আলী খান, এম এ রব মিয়া, মোঃ শাহজাহান খান,  মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ, ভাষা সৈনিক এ্যাড. এম এ মোতালেব,  মরহুম হাবিবুর রহমান আনিচ গাজী, সৈয়দ হারুন অর রশিদ, খবির উদ্দিন, মরহুম হারুন অর রশিদ মনু, মরহুম মশিউর রহমান খান, শাহজাহান হাওলাদার, আঃ রব হাওলাদার, আঃ আজিজ সরকার, প্রফেসর হাবিবুর রহমান, আঃ সালাম মৃধা, মোঃ জলিল সিকদার, মজিবর রহমান শিকদার, প্রফেসর মোঃ আঃ  মজিদ, মোঃ শাহজাদা মিয়া, মরহুম এ্যাডঃ আমেনা বেগম, মরহুম এসএম তৌহিদ, মরহুম মোঃ আনোয়ার হোসেন সিকদার, মরহুম মোঃ শাহজাহান শিকদার, মরহুম এসএম আঃ রব, গলাচিপার এমএ রব মিয়া, মাওঃ আঃ খালেক, আয়জদ্দিন, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম, ফজলুর রহমান সাজু, ওমর ফারুক, সামসুল আলম প্যাদা, মোঃ মানিক মিয়া, জামাল হোসেন তালুকদার, হেলাল মিয়া, এ্যাডঃ রুহুল আমীন ও শমীম স্যারসহ অন্যান্য প্রায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পটুয়াখালী জেলায় বিএনপির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যারা শহীদ ও প্রয়াত হয়েছেন তাদের স্মরনসভা ও তাদের রূহের মাগফেরাত কামনায় এই প্রথম সদ্য নবনির্বাচিত কমিটি এ স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বলে দাবী করেন অনুষ্ঠানের সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি স্মরন সভায় বলেন, দিনের ভোট রাতে নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। প্রয়াত নেতাদের ত্যাগ, আদর্শ ও নীতিকে ধারন করে বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট