সুনিল সরকার, পটুয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঝাউতলা সড়ক হতে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে চোখে পড়ার মত অংশগ্রহণ ছিলো জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবুর নেতৃত্বে শত শত শ্রমিক দলের নেতাকর্মীর যেখানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা হাবিবুর রহমান হাবিব, কবির হাওলাদার, সোহাগ শেখ ও শ্রমিক দল নেতা বেল্লাল দেওয়ান সহ আরও অনেকে।
শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এর সভাপতিত্বে কানাডা হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জীদ পান্না সহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।