পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গরীবের অন্ধের ষষ্টি অন্ধ কল্যান সমিতি ( বিএনএসবি চক্ষু হাসপাতাল) জবর দখল মুক্ত করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবীতে মানববন্ধন করেছে সমিতির আজীবন সদস্যসহ সর্বস্তরের জনসাধারন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন আজীবন সদস্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য বিশিষ্ট শ্রমিক সংগঠক মো. নাসির উদ্দিন খান, আজীবন সদস্য কমলাপুর ইউপি চেয়ারম্যান আঃ ছালাম মৃধা, আজীবন সদস্য সাঈদ তালুকদার, আব্দুর রহমান খন্দকার, সেলিম বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে অন্ধ কল্যান সমিতি ( বিএনএসবি চক্ষু হাসপাতাল) জবর দখল মুক্ত করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি পরিচালনা কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সমিতির শতাধিক আজীবন সদস্যসহ শত শত নাগরিক উপস্থিত ছিলেন।
এ মানববন্ধন পালন শেষে আধা ঘন্টা পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্প্রতি উক্ত সমিতির গঠিত কমিটির সভাপতি মোস্তাক আহমেদ পিনু ও সাধারয়ণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন এর সমর্থনে একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।