জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতিত্রয় প্রয়াত মেজর জেনারেল অবঃ সি.আর.দত্ত (বীর উত্তম) মি.টি রোজারিও এবং ভদন্ত বোধিপাল মহাথের’র মহোদয়ের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা রাতে নতুন বাজার পাষানময়ী কালিমন্দির চত্বরস্থ ঐক্য পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস’র সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সহ-সভাপতি সমীর কর্মকার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শিবু লাল দাস, প্রকাশনা সম্পাদক বিমলেন্দু রক্ষিত, ইসকন পটুয়াখালীর সাধারণ সম্পাদক আহ্লাদ গবিন্দ দাস ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার প্রমুখ।
সভায় কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালিন তিন সভাপতি প্রয়াত মেজর জেনারেল অবঃ সি.আর.দত্ত (বীর উত্তম) মি.টি রোজারিও এবং ভদন্ত বোধিপাল মহাথের’র মহোদয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী।