জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত করি” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকাল সাড়ে ৩ টায় ব্যায়ামাগারে জেলা প্রশাসন আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাসুদ উল আলম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (উপ- সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মহসীন উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান, জোনাল সেটেলমেন্ট অফিসার মোক্তাদির হোসেন, সদর উপজেলা ইউএনও ইফফাত আরা জামান উর্মি, সদর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার প্রমুখ।
তিনদিন ব্যাপী এ ভূমি মেলায় ১০ টি স্টলে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ সেবাসহ ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। ভূমি সেবা প্রদানের স্টলসমূহ হচ্ছে, জেলা প্রশাসন, জোনাল সেটেলমেন্ট, সদর উপজেলা প্রশাসন, পৌর সভা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মরিচবুনিয়া ভূমি অফিস, ভুরিয়া ইউনিয়ন ভূমি অফিস, মৌকরন ইউনিয়ন ভূমি অফিস ও ডিজিটাল ভূমি সহায়তা কেন্দ্র।
জেলা প্রশাসক বলেন, তিনদিন ব্যাপী এ স্মার্ট ভূমি সেবা মেলায় জনগন সচেতন হবে এবং সহজে নিয়মিত ভূমি কর প্রদানে উৎসাহিত হবেন এবং ভূমি বিষয় সচেতন হবেন।
উক্ত ভূমি মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।