জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে বর্তমান ছাত্রদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ডিসি স্কয়ার মাঠে উক্ত ফুটবল টুর্ণামেন্টে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী একাই দুটি গোল করেন। অপর গোলটি করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট ফুটবলার আবুল হাওলাদার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মোফাজ্জেল আলী খান দুলাল, জিএস আলমগীর হোসেন বাচ্চু, মো. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, মনির ও আকাশ। ধারা বিবরণিতে ছিলেন ধারাভাষ্যকার এইচ.এম, সোহাগ।মাঠের চারপাশে শত শত দর্শককে খেলা উপভোগ করতে দেখা গেছে।