 
    
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলা বিএনপির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি এর সমর্থক যুবদল গ্রুপের উদ্যোগে ঝাউবন এলাকায় সমাবেশ শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে র্যালী শেষ হয়। র্যালীপূর্ব জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় যুব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, যুবদল নেতা গোলাম রব্বানী ও জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এর সমর্থক গ্রুপ যুবদলের সাবেক সহ-সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীর নেতৃত্বে তিতাস মোড়ে সুরাইয়া চৌধুরী ভবনের সামনে যুব সমাবেশ শেষে এক বিশাল র্যালী বের করে শহরের গুরুত্বপুর্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আল আমিন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ ও সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী প্রমুখ।
উক্ত পৃথক দুটি যুব সমাবেশ ও র্যালীতে বক্তারা স্ব স্ব গ্রুপের নেতার পক্ষে বক্তব্য রেখে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীকে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার আহবান জানান।