ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমেদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, যুগ্ম-সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র এবং জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তসলিম সিকদার সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ কারিমুল্লাহ।
উল্লেখ্যঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জোষ্ঠ সন্তান তিনি।
শেখ হাসিনা টানা ৩ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে প্রথমবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।