জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী পৌরসভার মুসলিম কবরস্থানে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে জেলা ছাত্রদলের নেতা- কর্মীরা।
শনিবার (০৯ আগস্ট) সকালে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এর নেতৃত্বে কবরস্থানের বিভিন্ন অংশে থাকা আগাছা, ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার করনের মহতী কাজে নেমেছে নেতা-কর্মীরা। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পৌর কবরস্থানটিতে কবর জিয়ারত করতে পারতেন না মৃতদের স্বজনরা। স্বেচ্ছাশ্রমে ছাত্রদলের এ মহতী উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন পৌরবাসীসহ সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, মানবিক দৃষ্টিকোণ থেকেই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসা। কারন এখানেই আমাদের শত শত পূর্ব পুরুষরা শায়িত রয়েছেন। তাদের স্মরণ করতে আসা স্বজনরা যেন নিরাপদে দাঁড়িয়ে দোয়া করতে পারেন সেজন্যই ছাত্রদলের এমন উদ্যোগ। যতদিন না পর্যন্ত পুরো কবরস্থানটি পরিস্কার না হবে ততোদিন পর্যন্ত কবর স্থান পরিস্কার- পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যহত থাকবে।