পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটস সম্প্রসারন (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলা ইউনিটের ব্যবস্থাপনায় পাঁচ দিন ব্যাপী ১৮৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার (৭ মার্চ) পটুয়াখালী পৌরসভাধীন ১৯৫ নং টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী দিনে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনকারী ৩৮ জন শিক্ষক প্রশিক্ষনার্থী সদস্যদের দীক্ষা প্রদান অনুষ্ঠানে তাদেরকে ব্যাজ ও স্কার্ফ পরিধান করান কোর্স লিডার মো. সেকান্দার আলী খানএএলটি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোর্স স্টাফ মো. সুলতান আহম্মদ, মো. মিজানুর রহমান, মো. সাইদুর রহমান, ডাঃ মো. শাহীন, নাজমা বেগম, শাহনাজ পারভীন। সন্ধায় মহাতাবু জলসা অনুষ্ঠানের আয়োজন করা হয়।