জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনির হোসেন বাদলের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, কার্যকরী কমিটির সদস্য আফরিন জাহান নিনা, চিন্ময় কর্মকার, সময় টিভির প্রতিনিধি মনির হোসেন বাদলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, বাউফল উপজেলার জনৈক মাইনুল ইসলাম, তার স্ত্রীকে নিয়ে একাধিক স্থানে অবস্থান করার অভিযোগে বাউফলের যুবলীগ নেতা আরিফুজ্জমান খান রিয়াদ (৪২) সহ দুইজনকে আসামী করে পটুয়াখালী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে ৩০ কার্যদিবস এর মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ অভিযোগের সূত্র মতে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সময় টিভির সাংবাদিক মনির হোসেন বাদল, সময় সংবাদের অনলাইন পোর্টালে “অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা” এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ প্রকাশিত সংবাদের জেরে যুবলীগ নেতা মো. আরিফুজ্জামান খান রিয়াদ বাদী হয়ে ৩.০৭.২৪ ইং তারিখ মোকাম বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল বরিশাল আদালতে চার জনকে আসামী করে মামলা করেন। এ মামলায় মনির হোসেন বাদলকে ৩ নং আসামী করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি ওসি বাউফল তদন্ত করবেন বলে নির্দেশ দেন।
এ মামলায় মনির হোসেন বাদলকে জড়িত করার প্রতিবাদে ও মনিরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীতে পটুয়াখালী প্রেসক্লাব উক্ত মানববন্ধনের আয়োজন করে। বক্তারা মামলার সুষ্ঠু তদন্ত করারও দাবী জানান।