1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত 

পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর লাউকাঠী নদী থেকে আল-আমিন এর লাশ উদ্ধার

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর লাউকাঠী নদী থেকে নিখোঁজের দুই দিন পর আল-আমিন খন্দকার (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, আল-আমিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক খন্দকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে আল-আমিন কাজে যোগদানের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের ১‌দিন প‌রে বৃহস্পতিবার বিষয়‌টি মৌ‌খিকভাবে স্থানীয় পু‌লিশ‌ প্রশাসনকে জানানো হয়। এরপর থেকে তার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে।

অপরদিকে স্থানীয়দের তথ্যমতে, গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সিভিল পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালালে আল-আমিন তাদের ধাওয়া খেয়ে পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশে তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাঁপ দেন এবং তখন থেকেই নিখোঁজ ছিলেন। আজ ৮ নভেম্বর ভোরে লাউকাঠী নদীর গোডাউনঘাট সংলগ্ন নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল-আমিন এর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক হামিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর ইটবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন যুবককে ধাওয়া দিলে ঘরামি নামে একজনকে আটক করা সম্ভব হয়। তবে তার কাছ থেকে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পালিয়ে যাওয়া বাকি দুইজনের মধ্যে একজন ছিলেন আল-আমিন, যিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে খবর পাওয়া যায়।

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইম‌তিয়াজ মাহমুদ জানান, শুক্রবার সকালে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আল-আমিন এর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট