জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবীতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী নার্সিং ইনস্টটিউটের সামনের সড়কে সরকারী ও বেসরকারী নার্সিং কলেজ সমূহের শত শত স্টুডেন্ট নার্স মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।
এ কর্মসূচী পালনকালে উল্লেখিত দাবীসমূহ দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ৩য় বর্ষের স্টুডেন্ট নার্স মো. মশিউর রহমান, মোঃ নাঈম, মরিয়ম ও শিহাব, ২য় বর্ষের নার্স মনিরুল ইসলাম, মোঃ ইমরান, মো. ঈসা প্রমুখ।