সুনীল সরকার, পটুয়াখালী: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উযাপিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরনের পর বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সেখানে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লোকমান হাকিম।
সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগনকে আরো সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছগুলো ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কাজ করা অনুরোধ জানান।
এদিকে উপজেলা শহরগুলোতেও নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।