সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ জেলা পর্যায়ের কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগসহ দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) শহরের মল্লিকা পার্টি সেন্টারের হলরুমে এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা জাগোনারী। জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আহম্মেদ পারভেজ, সহকারী প্রফেসর জনাব মো: আরিফুর রহমান, জেলা মৎস্য বিভাগের সিঃ সহকারী পরিচালক জনাব প্রদিপ কুমার সরকার।
সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের এন্টিসিপেটরি একশন প্রকল্পের অফিসার সঞ্চিতা হালদার এসময় প্রকল্পের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দুর্যোগের আগে কাজ করলে ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনা যাবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আহম্মেদ পারভেজ বলেন, বর্তমানে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই এখন ঘূর্ণিঝড়ের সময় মানুষের ক্ষয়ক্ষতি কমছে। আগে বছরে ১টি থেকে ২টি ঘূর্নিঝড় দেখা দিত কিন্তু গতো বছর ৪টি ঘূর্ণিঝড় এর কথা উল্লেখ করেন। পটুয়াখালীতে ঘূর্নিঝড়ের প্রভাব বেশি তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে সরকারের পাশে থেকে কাজ করতে হবে।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা জাগোনারী বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ২৮ টি প্রজেক্ট চলমান আছে।