1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ২৮ মে ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা’ সম্পন্ন, শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান পটুয়াখালীতে বর্নিল আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা’র উদ্বোধন  সুদের টাকার চাপে চিরকুট লিখে আ*ত্মহ*ত্যা, সুদ কারবারিদের দৌরাত্ম্য চরমে ঔষধ বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবীতে পটুয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন  পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান পটুয়াখালীতে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন পটুয়াখালীর ইপিজেড-এ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ; ক্ষতিগ্রস্তদের মাঝে আনন্দের বন্যা বাউফল হাসপাতালে ১৫ চিকিৎসক পদের ১১পদ শূণ্য, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে বিএইচএএ এর স্মারকলিপি প্রদান

পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা’ সম্পন্ন, শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে ৪ টায় মেলার স্থান ব্যায়ামাগারে জেলা প্রশাসন এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও আরডিসি মো. তানজিল কবির’র সঞ্চালনায় মেলায় ভূমি উন্নয়ন কর প্রদানে শ্রেষ্ঠ কৃষক ও শ্রেষ্ঠ সংস্থার হাতে সনদ ও ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম।

এ সময় বক্তব্য রাখেন শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতা সাবেক সাংসদ এডভোকেট সরদার আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিপি এ্যাডভোকেট মো. আবদুল্লাহ ইউসুফ। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান,  সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার প্রমুখ।

তিনদিন ব্যাপী এ ভূমি মেলায় ১০টি স্টলে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপ সেবাসহ ভূমি বিষয়ক পরামর্শ  প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে ভূমি সেবা প্রদানকারী স্টল সমূহ হচ্ছে, জেলা প্রশাসন, এসএ শাখা, জোনাল সেটেলমেন্ট, সদর উপজেলা প্রশাসন, পৌরসভা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মরিচবুনিয়া ভূমি অফিস, ভুরিয়া ইউনিয়ন ভূমি অফিস, মৌকরন ইউনিয়ন ভূমি অফিস ও ডিজিটাল ভূমি সহায়তা কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট